Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পটুয়াখালীতে একদিনে সংগৃহীত হয়েছে কৃষিকথা পত্রিকার ১৮৫০ জনের গ্রাহক
বিস্তারিত

নাহিদ বিন রফিক (বরিশাল) পটুয়াখালীতে একদিনে সংগৃহীত হয়েছে কৃষিকথা পত্রিকার ১৮৫০ জনের গ্রাহক। ২৬ সেপ্টেম্বর  শহরের খামারবাড়িতে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাসিক সভায় এর অর্থ বাবদ ৭৭ হাজার ৭ শ' টাকা গ্রহণ করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

এসব সংগ্রহীত গ্রাহকের সংখ্যা এবং উপজেলাগুলো হলো: পটুয়াখালী সদর ৯ শ' ৫০, গলাচিপা ৫ শ', দশমিনা ২ শ' ৪০ এবং বাউফল ২ শ'। মূলত কৃষকরাই এর গ্রাহক হয়েছেন। আর তার সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিকের রয়েছে যথেষ্ট ভূমিকা।

সভায় উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, কৃষিকথার মাধ্যমে নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে সহজেই জানা যায়। সেসব প্রযুক্তিগুলো জেনে যদি কৃষকরা মাঠে প্রয়োগ করেন তাহলে তারা অবশ্যই লাভবান হবেন। তাই, এর গ্রাহক বাড়ানোর ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি।


অনুষ্ঠানশেষে ১৪৩০ বঙ্গাব্দে জেলার সর্বোচ্চ গ্রাহক সংগ্রহে অনন্য অবদানের জন্য দশমিনার উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদকে সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র প্রদান করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/09/2024
আর্কাইভ তারিখ
28/09/2025