নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার আমতলীতে কৃষক সমাবেশ ও ব্রি হাইব্রিড ধান৮’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১ মে উপজেলার দক্ষিণ আমতলীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, ইউএসএআইডির প্রকল্প পরিচালক প্রফেসর ড. জেগার হার্ভে এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. রবার্ট বব জিগলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি পরিচালক (গবেষণা) ড. মো.খালেকুজ্জামান।
ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ আশিক ইকবাল খান, কৃষক মো. আব্দুল মান্নান, কামাল মোল্লা, কিষাণী আফরোজা বেগম প্রমুখ।
কৃষক সমাবেশে প্রধান অতিথি বলেন, আগে এই এলাকায় বোরোধানের চাষ কম হলেও এখন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে যেন আরো বাড়ানো যায় সে লক্ষ্যে সহযোগিতা এবং পরামর্শ দেয়ার জন্য আমরা আপনাদের পাশেই আছি। তিনি আরো বলেন, ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্রপাতি ক্রয়ের সুযোগ রয়েছে। তাই আপনারা ইচ্ছে করলে গ্রুপভিত্তিক এসব যন্ত্রপাতি কিনে নিজেদের ব্যবহারের পাশাপাশি অন্যদের ভাড়ায় দিয়ে বাড়তি অর্থ উপার্জন করতে পারেন। এতে ধানের উৎপাদন খরচ কমবে। সময় ও শ্রমের সাশ্রয় হবে। একই সাথে হবে আপনাদের জীবনমানের উন্নয়ন।
অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এর আগে পটুয়াখালী সদরে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস